বিয়ের আগেই বাবা হয়েছেন এমন ক্রিকেটারদের মধ্যে প্রথমেই আসবে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের নাম। ১৯৮৯ সালে বিয়েছবি সংগৃহীত ছাড়াই কন্যা সন্তানের জনক তিনি, তাও সেটা ভারতীয় অভিনেত্রী নীনা গুপ্তার সঙ্গে।
অবশ্য ভিভ তার আগেই একটি বিয়ে করেছিলেন, সেই সংসারে দুই সন্তানও ছিল। নীনাকে এরপর বিয়েই করেননি ভিভ। যদিও কন্যা সন্তানের সুবাদে এখনো নীনার সঙ্গে যোগাযোগ হয় তার, দাবি ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের।
পুত্র সন্তান জন্ম নেয় তাদের সংসারে। পিতা হন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। তার প্রেমিকার নাম ক্যারি কটরেল। ২০১৬ সালে প্রেম শুরু হয় তাদের। এরপর ২০১৭ সালে জো রুট ও ক্যারির প্রথম পুত্র সন্তানের জন্ম হয়।
নাম রাখা হয় আলফ্রেড উইলিয়াম রুট। প্রথম বাচ্চা হওয়ার এক বছর পর রুট ও ক্যারি বিয়ে করার সিদ্ধান্ত নেন।
অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ক্যান্ডিস কন্যাসন্তানের জন্ম দেন ২০১৪ সালে। এর পর ২০১৫ সালে বিয়ে করেন তারা। ওয়ার্নার দম্পতির ঘরে এখন তিন মেয়ে। মাঠ ও মাঠের বাইরে বারবার ভারতের বিনোদ কাম্বলি বিতর্কে জড়িয়েছেন বেশ কয়েকবার।
স্ত্রী নোয়েলা লুইসের সঙ্গে বিচ্ছেদ হলে মডেল আন্দ্রে হেওয়িটকে বিয়ে করেন কাম্বলি। বিয়ের আগেই আন্দ্রে হেওয়িটের গর্ভে চলে আসে সন্তান। আপাতত আন্দ্রের সঙ্গে সংসার এগিয়ে চলছে তার। বিয়ের আগে বাবা হয়েছেন ভারতের হার্দিক পান্ডেয়াও।