বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে পৌঁছানোর রাস্তা কতটা পরিষ্কার হল ভারতের? আর কটা ম্যাচ জিততে হবে ভারতকে?
এই বর্ডার-গাভাস্কার সিরিজ় আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই। পর পর দু’বার এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের কাছে। অস্ট্রেলিয়াকে এই সিরিজ়ে হারালেই ফাইনালের রাস্তা পাকা হয়ে যাবে ভারতের। তবে রোহিত শর্মারা যে ভাবে আড়াই দিনে নাগপুর টেস্ট জিতলেন, তাতে চার ম্যাচের সিরিজ়ে অস্ট্রেলিয়াকে চুনকাম করার সম্ভাবনাও রয়েছে।
এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা। নাগপুর টেস্টে হারের পরেও অস্ট্রেলিয়া লিগ তালিকায় শীর্ষে রয়েছে। তাদের রয়েছে ৭০.৮৩ শতাংশ পয়েন্ট। ভারত দ্বিতীয় স্থানে ৬১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে। ৪ টেস্টের সিরিজ়ে ভারত যদি ৪-০ ব্যবধানে জেতে তা হলে অস্ট্রেলিয়াকে টপকে লিগ তালিকায় শীর্ষে উঠে আসবে তারা।
অস্ট্রেলিয়ার তখন হবে ৫৯.৬৪ শতাংশ পয়েন্ট। ভারত তাদের টপকে যেতে পারবে। কিন্তু অস্ট্রেলিয়া যদি ০-৪ ব্যবধানে হেরে যায় তা হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে তাদের লড়াইয়ের মুখে পড়তে হবে। শ্রীলঙ্কার এখনও দু’টি ম্যাচ খেলা বাকি।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ হবে কেন উইলিয়ামসনদের মাঠে। শ্রীলঙ্কা যদি সেই দু’টি টেস্ট জেতে তা হলে তাদের হবে ৬১.১১ শতাংশ পয়েন্ট। অর্থাৎ ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া যদি ০-৪ হারে তা হলে তাদের টপকে যাবে শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা হবে ভারত এবং শ্রীলঙ্কার।