২০১৯-এ ভারতের প্ৰথম পিঙ্ক বলের টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইডেনে শেষবার সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহেলি। তারপরে শুধু টেস্টেই নয়, কোনো ফরম্যাটেই শতরান করতে পারেননি তিনি।
এমন আবহে ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসর বড়সড় ভবিষ্যৎবাণীতে জানালেন, টিম ইন্ডিয়ায় কোহলির জায়গা নড়বড়ে হয়ে গেছে। জায়গা হারাতেও পারেন তিনি অদূর ভবিষ্যতে।
সংবাদসংস্থা-কে মন্টি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি প্রচন্ড চার্জড আপ হয়ে মাঠে নামবে। কারণ ও ভালমতই জানে, প্রোটিয়াজ সফরে রান না করতে পারলে, দ্রুতই জায়গা হারাতে হতে পারে ও।
তাই ও পারফর্ম করার জন্য বেশ চাপে থাকবে। তবে ও রান না পেলেও যদি দল জয় পায়, সেটাও তার কাছে স্বস্তির হবে। কারণ ও জানে, কিভাবে সকলের কাছ থেকে সেরাটা বের করে আনতে হয়।
এমন অবস্থায় পানেসরের পরামর্শ, মাঠের বাইরে কথাবার্তা বিতর্ক সরিয়ে রেখে কোহলি যেন নিজের খেলায় ফোকাস করেন। বাইরের সমস্ত কিছু সরিয়ে তাকে আপাতত ভাবতে হবে কিভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল জিতবে।
এটাই এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বিসিসিআই-ও এটা চায়। টেস্ট সিরিজ জেতার জন্য তাকে দলের এগারোজনের কাছ থেকে সেরাটা বের করে আনতে হবে।তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় ভারতের জেতার ভাল সম্ভবনা রয়েছে। ভারতের বাইরে কিভাবে টেস্ট জিততে হয়, সেটা তারা ভালোই জানে। সেটাই রবি শাস্ত্রীর কোচিং দর্শন। দলের সকলের মধ্যে এই বিশ্বাস উনি দিয়ে গিয়েছেন,
যে কোনও পরিস্থিতিতে দল লড়াই চালাতে পারে। আর দল ভালো পজিশনে থাকলে প্রতিপক্ষের গলায় আরো সাঁড়াশি চাপ বজায় রাখা হবে।