বিশাখাপত্তনমে ধরাশায়ী ভারতীয় ব্যাটিং , দেশের মাটিতে সর্বনিম্ন স্কোর করলো রোহিত বাহিনী
সিরিজের প্রথম ম্যাচে বেশ ধাক্কা খেয়েছিল ভারতীয় ব্যাটিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে একেবারেম হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রোহিতদের ব্যাটিং লাইন আপ। মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করলেন শুভমন গিলরা। কোনও মতে ১০০ রানের গণ্ডি পেরল ভারত। ১১৭ রানে শেষ হল বিরাট-রোহিতদের ইনিংস। পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতীয় ইনিংসকে ভাঙলেন মিচেল স্টার্ক।
পিচ ঢাকা থাকায় শুরুর দিকে যে ভিজেভাব ছিল বাইশগজে, তা যথাযথ কাজে লাগালেন অজি পেসাররা। শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। ব্যাটিং নিয়ে চিন্তা ধরিয়েছিল প্রথম ওডিআই ম্যাচ । সে যাত্রায় লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা মিলে তরী পার করে দিয়েছিলেন।
বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার। সর্বাধিক ৩১ রান বিরাট কোহলির। অক্ষর প্যাটেলের অবদান ২৯ রান। বাকিরা এলেন, দেখলেন এবং ফিরে গেলেন।
প্রথম ওডিআইতে ৫ উইকেটে ম্যাচে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। পরের ম্যাচেই দারুণ কামব্যাক স্টিভ স্মিথদের। অস্ট্রেলিয়ার বোলারদের আগাগোড়া দাপটে মাত্র ১১৭ রানে গুটিয়ে গেল ভারত। বোলিং, ফিল্ডিং সবেতেই অনবদ্য স্মিথের অস্ট্রেলিয়া। এমনিতে ভাইজাগের উইকেট লো স্কোরিং বলেই ধরা হয়। এখানে সর্বনিম্ন টোটাল স্কোর ৭৮।