বিশাখাপত্তনমে অজি পেসার মিচেল স্টার্কের আগুনে স্পেলে পুড়ে ছাই ভারতের ব্যাটিং লাইন আপ, হারের দোরগোড়ায় টিম ইন্ডিয়া
ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, বিশাখাপত্তনমে রান তাড়া করবে অস্ট্রেলিয়া। শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক।
প্রথম ওভারেই শুভমন গিলের উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। ওভারের তৃতীয় বলে পয়েন্টে মার্নাস ল্যাবুশানের হাতে ধরা পড়েন শুভমন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি গিল। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৫ বলে ১৩ রান করেন হিটম্যান।
৪.৫ ওভারে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচেও এক বলেই আউট হয়েছিলেন সূর্যকুমার। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন লোকেশ। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৯ রান করেন লোকেশ।
ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। অ্যাবটের বলে স্মিথের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন তিনি।ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। ১৫.২ ওভারে ন্যাথন এলিসের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৩৫ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন তিনি। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। জাদেজা ১২ এবং প্যাটেল ৭ রানে ক্রিজে আছেন। ১৭ ওভারে ভারতের স্কোর ৮২/৬।