আগামী ৪ ডিসেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারতীয় দল। হাতে অবশ্য বেশ কয়েকদিন সময় রয়েছে ভারতীয় দলের। কিন্তু আর সেভাবে সময় নষ্ট করতে চাইছেন না ভারতীয় দলের অধিনায়ক। শুক্রবার থেকেই মুম্বইয়ে নেটে প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। এই বাংলাদেশ সফর থেকেই গুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছেন ভারত অধিনায়ক। আর তিনি ফর্মে ফিরলেই যে ভারতীয় দল অনেকটা এগিয়ে যাবে,তা বলার অপেক্ষা রাখে না।
টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলদের মতো সিনিয়র ক্রিকেটারদের। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে বৃহস্পতিবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছেন বিরাট কোহলি।
শুক্রবার থেকেই বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা। বাংলাদেশ সফর দিয়েই এবার রানে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তিনি। শুক্রবার সেই প্রস্তুতির ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দ্য হিটম্যান।
দীর্ঘদিন রানের মধ্যে নেই রোহিত শর্মা। সদ্য শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। ইতিমধ্যেই তাঁর নেতৃ্ত্ব নিয়ে কথাবার্তা আরম্ভ হয়ে গিয়েছে। ২০১৫ সালে শেষবার বাংলাদেশের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নেমেছিল ভারত। যদিও সেবার বাংলাদেশের কাছে সেই সিরিজ হেরেছিল ভারতীয় দল। দীর্ঘ সাত বছর পর ফের বাংলাদেশ সফর ভারতীয় দলের।