সবশেষ ভারত সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এজাজ প্যাটেল। চলতি মাসে মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ১০ উইকেট শিকার করেন এই তারকা স্পিনার।
ভারত সফরে বিশ্বরেকর্ড গড়া এমন পারফরম্যান্সের পরও ১ জানুয়ারি ঘরের মাঠ মাউন্ট মঙ্গানুয়ে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজের দলে সুযোগ পাননি নিউজিল্যান্ডের এই তারকা স্পিনার।
হোম সিরিজে সুযোগ না পেয়ে হতাশ এই বাঁহাতি এক নজরে দেখেনিন বিপিএল ড্রাফটে বিদেশি ক্রিকেটারা কে কোন ক্যাটাগরিতে ।
নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটেও যে স্পিনাররা সফল হতে পারেন বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেলে তা দেখিয়ে দিতেন এজাজ প্যাটেল।
এমনটি জানিয়ে ৩৩ বছর বয়সী এই তারকা স্পিনার বলেন, নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটেই স্পিন বোলিং করে সফল হয়ে দেখাতে চাই। একজন স্পিনার হিসেবে আমার কাজ দেখিয়ে দেওয়া যে আমরাও বাউন্সি উইকেটে কিছু করতে পারি।
আর সেটি দেখেই গ্রাউন্ডসম্যানরা যাতে উইকেটে টার্ন থাকে এমন উইকেট তৈরি করতে পারেন।
নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে স্পিনারদের জন্য সফল হওয়া কঠিন হলেও এ চ্যালেঞ্জে নিতে প্রস্তুতি প্যাটেল। তিনি বলেন, নিউজিল্যান্ডে একজন স্পিনার হিসেবে আমার লক্ষ্য পরের প্রজন্মকে অনুপ্রাণিত করা।
নিউজিল্যান্ড ক্রিকেটে স্পিন বোলিংকে বড় একটা অংশে রূপ দিতে আমি লড়াই করে যাচ্ছি।