ফের সুযোগ কাজে লাগাতে ব্যার্থ সূর্যাকুমার, পরপর দুই ম্যাচে প্রথম বলে শূন্য রানে সাজঘরে ফিরলেন তিনি!!

ছবিটা বদলালো না ওয়াংখেড়ে থেকে বিশাখাপত্তনম একই ফলাফল। প্রথম ম্যাচেও সেই মিচেল স্টার্কের কাছেই বিধ্বস্ত হয়েছিলেন সূর্যকুমার যাদব। রানের কাতাই কুলতে পারেননি সেই ম্যাচে। বিশাখাপত্তনমে তাঁর ব্যাট থেকে রানের প্রত্যাশা থাকলেও আবারও সেই হতাশাই সঙ্গী হয়েছে সূর্যকুমার যাদবের।

সেদিন বিশাখাপত্তনমেও রানের খাতা খুলতে পারলেন না তিনিই সেই মিচেল স্টার্কের বিরুদ্ধেই ফের অলবি ডব্লু হয়ে সাজঘরে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদবকে। একদিনের ক্রিকেটে তাঁর এই ধারাবাহিক ব্যর্থতা নিয়ে যে বড়সড় সমালোচনা শুরু হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। টি টোয়েন্টিতে দুরন্ত পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন সূর্যকুনমার যাদব।

এই মুহর্তে টি টোয়েন্টি ক্রিকেটের ফর্ম্যাটে আইসিসির ব্যাটারদের তালিকায় শীর্ষস্খানে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু সেই পারফর্ম্যান্স একদিনের ক্রিকেটে দেখাতে পারছেন না তিনি। ম্যাচের আগের দিনই এই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। সূর্যকুমার যাদবের হাতে যে ক্রমশই সময় কমে আসছে তা বলতা দ্বিধা করেননি তিনি।

এই দুটো ম্যাচ যে সূর্যকুমাার যাদবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই বার্তাই শোনা গিয়েছিল ওয়াসিম জাফরের মুখে। সেইসঙ্গেই যে তাঁকে নিয়ে কানাভুসো শুরু হয়ে গিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে বিশ্বকাপের দল গঠন করাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য।

সেখানে সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হলেও তিনি কিন্তু কাজে লাগাতে একেবারেই ব্যর্থ হয়েছেন। রবিবারও সেই মিচেল স্টার্কের কাছেই বিধ্বস্ত হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল সূর্যকুমার যাদবকে। এই ঘটনা কিন্তু চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.