পুনরায় শোচনীয় ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ল ভারত। টসে জিতে ব্যাট করতে নেমে ভারতের প্ৰথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ২২৩ রানে। ক্যাপ্টেন কোহলি সামনে থেকে নেতৃত্ব দিয়ে একা ৭৯ করলেন। বাকিরা ফের চরম ব্যর্থ।
মেঘাচ্ছন্ন ওয়েদারে ভারত টসে জিতে প্ৰথম ব্যাট করার চ্যালেঞ্জ নিয়েছিল। প্ৰথম উইকেটে মায়াঙ্ক আগারওয়াল এবং কেএল রাহুল ৩১ তুলেছিলেন। ভারতের ওপেনিং পার্টনারশিপ ব্রেক করেন অলিভিয়ের। তিনি প্ৰথমেই ফেরান ফর্মে থাকা কে এল রাহুলকে।
এরপরে ভারতের ব্যাটিং ধস আর থামানো যায়নি। কোহলি একপ্রান্ত ধরে রেখে ধীরগতিতে ৭৯ করলেও ভারত স্কোরবোর্ডে ২২৩-এর বেশি তুলতে পারেনি। কোহলি মঙ্গলবার হাফসেঞ্চুরি করতে নিয়ে নিলেন ১৫৮ বল। এটাই তাঁর কেরিয়ারের দ্বিতীয় ধীরগতির হাফসেঞ্চুরি। এর আগে ১৭২ বলে সবথেকে শ্লথ হাফসেঞ্চুরি করেছিলেন কেরিয়ারের প্ৰথম পর্যায়ে ইংল্যান্ডের বিপক্ষে।