নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ভারতীয় ক্রিকেটার হিসাবে দ্রুততম ৩০+ রানের রেকর্ড গড়লেন ওয়াশিংটন সুন্দর। একদিন এই রেকর্ড ছিল সুরপেশ রায়নার। এদিন ভারতের হয়ে শেষ মুহূর্তে ক্যামিও পারফরম্যান্স দেখিয়েছেন ওয়াশিংটন সুন্দর। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে।
এদিন ওয়াশিংটন সুন্দর খেলেছেন ১৬ বলে ৩৭ রানের দুর্ধর্, ইনিংস। তাঁর শেষ মুহূর্তের সেই ইনিংসের সৌজন্যই ভারতীয়দল বড় রানে পৌঁছতে পেরেছিল। যদিও শেষপর্যন্ত ম্যাচ অবস্য ভারতীয় দল জিততে পারেনি। এদিন ওয়াশিংটন সুন্দরের স্ট্রাইকরেট ছিল ২৩১.২৫।
দেশের জার্সিতে নিজের এমন পারকফরম্যান্স দেখাতে পেরে আপ্লুত ওয়াশিংটন সুন্দরও। এদিন অবশ্য শুধু ওয়াশিংটনম সুন্দরই নন, ভারতীয়দলের হয়ে রান পেয়েছিলেন শিখর ধওয়ান থেরকে শুভমন গিলরাও।
ওয়াশিংটন সুন্দর জানেিয়েছেন, “দেশের হয়ে রান পাওয়াটা সবসময়ই একটা ভাললাগার জায়গা। নিজেরক ধারণাকেই এখানে পুরোপুরি কাজে লাগাতে পেরেছিলাম আমি। সেইসঙ্গে কেমন ধরণের শট খেলব সেটাও পরিকল্পনা করে রেখেছিলাম। পাওয়ারের সঙ্গে শটের টাইমিংটাও যথেষ্ট দরকারী। এই স্কোরটাও আমাদের জন্য যথেষ্ট ভাল ছিল”।