চিত্রনায়িকা মৌসুমী ও ওম’র সানী একমাত্র ছে’লে বউ নাম সাদিয়া রহমান আয়েশা। আজ তার জন্ম’দিন। আর পুত্রবধূর জন্ম’দিন উপলক্ষে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ওম’র সানী।ফেসবুক অ্যাকাউন্টে পরিবারের সদস্য ও বউমা’র সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন।
আর এ ছবির ক্যাপশনে পুত্রবধুর উদ্দেশ্যে ওম’র সানী লিখেছেন, ‘আয়েশা ইহসান মা তোমা’র জন্ম’দিন আজকে, দুর্ভাগ্য তোমা’র বিয়ের আগের থেকে এখন অব্দি করো’না ভাই’রাসের কারণে পুরা দেশ চিন্তিত, কোনো অনুষ্ঠান করতে পারলাম না।
কিন্তু মনের ভালোবাসার গভীরতা স্প’র্শ করে আমাদের দুই পরিবারকে বেঁচে থাকলে অনেক অনুষ্ঠান হবে, ভালো থাকুক দেশ মানুষ আমাদের পরিবার, শুভ জন্ম’দিন মা।ত ২৬ মা’র্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ফারদিনের শুভকাজ সম্পন্ন হয়।
স্বাধীন ও সাদিয়ার বন্ধুত্ব থেকে ভালো লাগা তৈরি হয়। পরে পারিবারিকভাবে দুজনের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পর ফেসবুকে স্ত্রী’’র সঙ্গে ছবি শেয়ার করেছেন ফারদীন এহসান স্বাধীন।
এর পরই নববধূর ছবি ভাই’রাল হয়ে যায়।যু’ক্তরাষ্ট্রে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা শেষে ফারদিন পরিচালনায় নাম লেখান। ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্মনির্মাণ করেছেন।
এতে অ’ভিনয় করেছেন ওম’র সানী। এ ছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ৪ মা’র্চ বিয়ে করেন ঢালিউডের জনপ্রিয় দম্পতি মৌসুমী ও ওম’র সানী। এরপর ২৫ বছর একসাথে আছেন। তাদের সংসারে রয়েছে এক মে’য়ে ও এক ছে’লে। এবার সেই সংসারে যোগ হয়েছে আরো এক সদস্য পুত্রবধু আশেয়া।