পা ধরে ক্ষমা চাইছি, দয়া করে কাউকে কিছু বলবে না” সচিনের সামনে কেন মাথানত করেছিলেন শোয়েব আখতার?-জানুন কারণ!!
সম্প্রতি একটি ইউটিউব পডকাস্ট সাক্ষাৎকারে এসেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। বিভিন্ন কথার মাঝখানে সেখানে হঠাৎ এসে পড়ে শোয়েব আখতার এবং সচিন তেন্ডুলকরের অজানা কাহিনী। সেহওয়াগ জানান বেশ কয়েক বছর আগে একটি পার্টিতে শোয়েব আখতার, সচিন এবং বহু ক্রিকেটার হাজির ছিলেন। গোটা পাকিস্তান দল এসেছিল।
তখন নিয়মিত ভারত-পাক সিরিজ চলত। রাতের অনুষ্ঠানে দুই দলের ক্রিকেটার একে অপরের সঙ্গে মজা করছিলেন। তখন হঠাৎ করেই শোয়েবের মাথায় ভূত চাপে তিনি নাকি সচিনকে কোলে তুলবেন। বীরু জানান তখন তারা প্রত্যেকেই চুটিয়ে ক্রিকেট খেলছেন। সচিনের উচ্চতা কম হলেও ওজন বেশ অনেকটাই ছিল।
শোয়েব ভেবেছিলেন সহজেই তুলে ফেলবেন সচিনকে। চেষ্টা করেন। তারপর দুজনেই মাটিতে পড়ে যান। কেউ অবশ্য চোট আঘাত পাননি। কিন্তু শোয়েবকে ভয় পাইয়ে দেওয়ার জন্য সেহওয়াগ বলেন, এবার দেখ তোমার অবস্থা কী হয়। তুমি আমাদের সেরা ক্রিকেটারকে ফেলে দিয়েছ। বিসিসিআই এবার পাকিস্তান বোর্ডকে জানাবে। তারপর তুমি সাসপেন্ড হবে। তোমার ক্যারিয়ার শেষ।
ভারতে বিজ্ঞাপন এবং অন্যান্য রোজগার বন্ধ হয়ে যাবে তোমার। এতে নাকি ভয় পেয়ে যান পাকিস্তানের তারকা পেসার। সচিনের পেছনে পেছনে ঘুরতে থাকেন আর বলতে থাকেন, ভাইজান কাউকে দয়া করে কিছু বলো না। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। বীরু জানিয়েছেন সচিন এবং তার এখনও দেখা হলে ওই ঘটনার কথা মনে করে হাসাহাসি চলে। সেহওয়াগ মনে করেন শোয়েব এমনিতে মানুষ হিসেবে ভাল।