“পাকিস্তান যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায় তাহলে বড় ভুল করবে” পাকিস্তানকে সতর্ক করলেন দানিশ কানারিয়া!!
পাকিস্তান এবার এশিয়া কাপ আয়োজন করবে অন্যদিকে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। সেটা ICC ইভেন্ট। ফলে সেই ইভেন্টটাও গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও BCCI জানিয়েছে বিশ্বকাপের ক্ষেত্রে ভারত সরকার পাকিস্তানে প্লেয়ারদের যেতে অনুমতি দেবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে কী করে সেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ভারতের পথে হেঁটে বিশ্বকাপ খেলতে বেঁকে বসেছে পাকিস্তান। এশিয়া কাপে খেলা নিযে ভারত জানিয়েছে তারা তারা পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলবে না, ফলে নিরপেক্ষ ভেনুতে আয়োজিত হবে ভারতের ম্যাচ। এরপর পাকিস্তান জানিয়েছে তারাও বিশ্বকাপ খেলবে না ভারতে, বদলে নিরপেক্ষ ভেনুতে খেলার দাবি জানিয়েছে। পাকিস্তানের এই পদক্ষেপের নিন্দা করলেন প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া।
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োতে দানিশ কানেরিয়া পাকিস্তানের সিদ্ধান্তের নিন্দা করেন। তিনি বলেন- “ভারত অবশ্যই পাকিস্তানে আসবে না। যদি পাকিস্তান মনে করে যে ওরা ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন করতে পারবে, তাহলে ওরা তা করতে পারে। কিন্তু পাকিস্তান যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায় তাহলে সেটা ভুল সিদ্ধান্ত হবে।”
কানেরিয়া মনে করেন পাকিস্তান যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায় সেক্ষেত্রে ওরা সমস্যায় পড়বে। কারণ এটা ICC ইভেন্ট। কারণ ICC ইভেন্ট বয়কট করাটা বরাবরই সমস্যার। কানেরিয়া বলেন- “যদি তুমি সামনের পা-য়ে খেলতে চাও, তাহলে তোমাকে অনেক স্যুইং সামলাতে হবে। ওদের কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কারণ বিশ্বকাপ ICC ইভেন্ট।”