কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা বলেছিলেন ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তবে পাকিস্তানও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। আর জবাবে প্রাক্তন টেস্ট ক্রিকেটার দানিশ কানেরিয়া মনে করেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপ বয়কট করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে যেতে সক্ষম নয়।
উল্লেখ্য, পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা স্পষ্ট করেছেন যে ভারতীয় দল এশিয়া কাপের পরবর্তী সংস্করণের জন্য পাকিস্তান সফর করতে অস্বীকার করলে আইসিসি ইভেন্টের জন্য পাকিস্তান ভারতে ভ্রমণ করবে না। কানেরিয়া জোর দিয়ে জানিয়েছেন যে ভারতের ৫০ ওভারের আইসিসি ইভেন্ট খেলতে না গেলে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা হল পাকিস্তান দল।
তিনি মনে করেন পাকিস্তানের বয়কটের ফলে ভারতের উপর কোন প্রভাব পড়বে না। ২৬শে নভেম্বর, শনিবার, নিজের ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে নিজের মত প্রকাশ করেছিলেন প্রাক্তন স্পিনার। কানেরিয়া বলেন-
“পিসিবির যথেষ্ট সাহস নেই আইসিসির একটি ইভেন্ট বয়কট করার। অন্যদিকে, পাকিস্তান না এলে ভারত পাত্তা দেয় না। তাদের একটি বিশাল বাজার রয়েছে যা থেকে প্রচুর আয় করে। বিশ্বকাপের জন্য ভারতে না গেলে পাকিস্তানের উপর বড় প্রভাব পড়বে,”