নাচে গানে মেতে উঠলো আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান, ধুমধাম করে হবে এবারের আইপিএল!!

আইপিএলের ১৬ তম সংস্করণে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতবর্ষের অন্যতম সেরা গায়ক অরিজিৎ সিং-এর পাশাপাশি বলিউড এবং দক্ষিণী সিনেমার দুজন নাম করা নায়িকা তামান্না ভাটিয়া এবং রশ্মিকা মান্দানা দর্শকদের মনোরঞ্জন করলেন। অরিজিৎ সিং-এর গানে এবং তামান্না ভাটিয়া এবং রশ্মিকা মান্দানার নাচে মাতল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান।

আহেমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট জায়ান্টাস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের আগে একটি অসাধারণ উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হল ক্রিকেট ভক্তরা। অরিজিৎ সিং নিজের গানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু করেন। ‘রাজি’ সিনেমার গান ‘অ্যায় বতান’ গানটি দিয়ে সঙ্গীত পরিবেশন শুরু করেন তিনি। এছাড়াও ‘অ্যায় দিল হে মুশকিল’ সিনেমার ‘চান্না মেরেয়া’ গানটিও শোনা যায় তার গলায়।

এরপর আমরা তামান্না ভাটিয়া এবং রশ্মিকা মান্দানাকে নৃত্য পরিবেশন করতে দেখি। সব মিলিয়ে এই তারকারা আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান জমিয়ে দেন। উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস একে অপরের মুখোমুখি হবে

আইপিএলের উদ্বোধনী ম্যাচে গত মরসুমের শিরোপা জয়ী গুজরাট জায়ান্টাস এবং চারবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল আইপিএলে নিজেদের প্ৰথম মরসুমে কাপ জিতলেও আগের বছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলের প্রদর্শন খুব একটা ভালো ছিল না।

লিগ তালিকায় আগের মরসুমে ৯ নম্বরে শেষ করেছিল সিএসকে। তারা ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচই জিততে পেরেছিল। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস অবশ্যই চাইবে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে মাঠে নামতে। অন্যদিকে গুজরাট টাইটান্স অবশ্যই এই মরসুমেও আগেরবারের মতনই প্রদর্শন করতে চাইবে। প্রসঙ্গত উল্লেখ্য, টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট টাইটান্স।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *