নাগপুরের পিচে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড ছুলেন রবিচন্দ্রন অশ্বিন, সেইসাথেই মাথায় উঠলো নতুন মুকুট!
অস্ট্রেলিয়া ১৭৭ রানে গুটিয়ে যাওয়ার পর প্রথম ইনিংসে ৪০০ রানে থেমেছিল ভারতীয় দল। সেখানেই তাদের লিড ছিল ২২৩ রানের। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যটা যে খুব একটা বিরাট ছিল না তা বলাই যায়। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের ১২ ওভারেই সমস্ত হিসাব নিকাশ এদিন ভেস্তে গিয়েছে।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে একাই শেষ করে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। তাঁর অফস্পিনের সামনে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা মাথা তুলে দাঁড়াতেই পারেননি। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেইসঙ্গে ঘরের মাঠে অনিল কুম্বলের এক ইনিংসে ২৫বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁলেন তিনি।
ঘরের মাঠে টেস্টের মঞ্চে অনিল কুম্বলের রেকরেড ছুঁলেন তিনি। আর একটি ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট নতে পারলেই অনিল কুম্বলেকে ছাপিয়ে যাবেন এই তারকা ক্রিকেটার। মাত্র ১১ বছরেই অনিল কুম্বলের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি।
এদিন উসমান খোয়াজার উইকেট দিয়ে নিজের শিকার শুরু করেছিলেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। এরপর একে একে ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি, ম্যাট রেনেশদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে তিনি। মাত্র ১২ ওবার বোলিং করেই পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করে দিয়েছিলেন অশ্বিন।