১৪শে জানুয়ারি অর্থাৎ আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ‘মেন ইন ব্লু’র সামনে চ্যালেঞ্জ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছে ভারতীয় দল।কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধেও ৩-০ ফলেই সিরিজ জিতেছিলো ‘টিম ইন্ডিয়া।’
বিশ্বকাপের বছরের টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারলে তা যে ভবিষ্যতে যথেষ্ঠ আত্মবিশ্বাস যোগাবে তা ভালো করেই জানেন ভারতের ক্রিকেটাররা। একইসাথে আজকের ম্যাচ জিতলে একদিনের ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিং-এ পয়লা নম্বরে স্থান করে নেবে ‘মেন ইন ব্লু।’ তাই ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলেও আজকের ম্যাচকে হাল্কাভাবে নেওয়ার কোনো প্রশ্নই নেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের।
২০২৩ সালে ঠাসা ক্রিকেটসূচী রয়েছে ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের পরেই শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাওস্কর ট্রফি। ক্রিকেটারদের তরতাজা রাখতে তাই রোটেশন পলিসি ব্যবহারের পথে হাঁটছে দল। আগের ম্যাচের দুই নায়ক মহম্মদ শামি এবং সিরাজ’কে বিশ্রাম দিয়ে দলে ফেরানো হয়েছে উমরান মালিক এবং যুজবেন্দ্র চাহাল’কে।
আগের দুই ম্যাচেই টস জিতেছিলো ভারত। তবে আজ কয়েন পড়লো কিউই ক্যাপ্টেন টম ল্যাথামের পক্ষে। ভারতকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আজ ভারতের প্রথম একাদশ দেখে নেটিজেনরা প্রশ্ন করেছে অনেক-
3RD ODI. India XI: R Sharma (c), S Gill, V Kohli, I Kishan (wk), SK Yadav, H Pandya, W Sundar, S Thakur, K Yadav, Y Chahal, U Malik. https://t.co/ojTz5RqWZf #INDvNZ @mastercardindia
— BCCI (@BCCI) January 24, 2023
3RD ODI. India XI: R Sharma (c), S Gill, V Kohli, I Kishan (wk), SK Yadav, H Pandya, W Sundar, S Thakur, K Yadav, Y Chahal, U Malik. https://t.co/ojTz5RqWZf #INDvNZ @mastercardindia
— BCCI (@BCCI) January 24, 2023