দ্বিতীয় ম্যাচে রোহিত ফিরবে দলে, তবে কাকে ছাড়তে হবে নিজের জায়গা? জানুন কোন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ভারত!!
গত ১৭ই মার্চ থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ক্যাঙ্গারুদের ৫ উইকেটে হারিয়েছে ভারত। এবার ১৯ মার্চ বিশাখাপত্তনমে দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলা হবে। বিশেষ বিষয় হল এই দ্বিতীয় ওডিআই থেকে দলে ফিরতে চলেছেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।
ভারতের জন্য অবশ্যই বড় খবর হল দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার ফিরে আসাটা। সিরিজের এই প্রথম ওয়ানডেতে ছিলেন না রোহিত। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা ফেরার পর ওপেনিং সামলাতে পারেন রোহিত ও গিল। যেখানে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং কেএল রাহুল মিডল অর্ডারের অংশ হতে পারেন।
সব মিলিয়ে পুরো শক্তির দল নিয়েই মাঠে নামবে ভারতীয় দল। হার্দিক পান্ডিয়া ছাড়াও রবীন্দ্র জাদেজা ২ জন অলরাউন্ডার খেলোয়াড় নিয়ে টিম ইন্ডিয়াকে মাঠে নামাতে পারেন। অন্যদিকে দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের কথা বললে, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজকে প্লেয়িং ইলেভেনের অংশ করা যেতে পারে।
যেখানে স্পিনার হিসেবে থাকতে পারেন কুলদীপ যাদব। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় অজি শিবিরও। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চাইবে স্টিভ স্মিথের দল। সব মিলিয়ে একটি লড়াকু ম্যাচ দেখার অপেক্ষায় দর্শকরা। ভারতের সম্ভাব্য একাদশে থাকবে-
শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব