কোভিড-১৯ সংক্রমণের ৫৩৪তম দিনে দেশে ১১৭ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮২ জন। গতকাল মৃত্যু ছিলো ১৩৯ জন। এর আগে গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়।
সোমবার শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৭১৭ জন রোগী। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩৬ হাজার ৭৮৯ টি পরীক্ষায় পাঁচ হাজার ৭১৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ।
তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৬৪ লাখ ৩৪ হাজার ২৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২২ লাখ ৫২ হাজার ৪২ টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯৮২ জনসহ মোট ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৫৪ শতাংশ।