গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। দেশে এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৫৪৭ জনে। এক দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে।
আজ মঙ্গলবার (১৭ই আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৮৮১ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৭২ জন, চট্টগ্রামে ৫২ জন, রাজশাহীতে ৯ জন, খুলনায় ২৬ জন, বরিশালে ৭ জন, সিলেটে ১৮ জন, রংপুরে ৬ জন এবং ময়মনসিংহে ৮ জন।
এর আগে, গতকাল সোমবার মারা গেছে ১৭৪ জন, রোববার ১৮৭ জন, শনিবার ১৭৮ জন, শুক্রবার ১৯৭ জন, বৃহস্পতিবার ২১৫ জন ও বুধবার ২৩৭ জন।