কানপুরে ভারত বনাম নিউজিল্যান্ডের চলতি টেস্টে এক বিরল ঘটনার সাক্ষী থাকল গ্রিন পার্কের ২২ গজ। ক্রিকেটের এত বছরের ইতিহাসে আগে কখনও এমন ঘটনার নজির পাওয়া সত্যিই দুষ্কর।
দুই প্রতিপক্ষ দলের হয়ে অভিষেক হওয়া দুই ক্রিকেটারের জন্ম কাকাতলীয়ভাবে একই শহরে। ভারতের অর্থনৈতিক রাজধানী বলে পরিচিত মুম্বই শহরেই জন্ম হয়েছিল দুই প্রতিপক্ষ ক্রিকেটার ভারতের শ্রেয়স আইয়ার এবং নিউজিল্যান্ডের আজাজ প্যাটেলের।
কাকাতলীয়ভাবে এক শহরে জন্ম হওয়া দুই ক্রিকেটার এদিন তাদের অভিষেক ঘটালেন দুই ভিন্ন ভিন্ন ক্রিকেট খেলিয়ে দেশের হয়ে।
ভারতের হয়ে শ্রেয়স আইয়ার এবং নিউজিল্যান্ডের হয়ে আজাজ প্যাটেলের অভিষেক হয়। এদিন নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেন একদা আইপিএলে দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার।
প্রথম দিনের শেষে ১৩৬ বলে ৭৫ রান করে অপরাজিত রয়েছেন শ্রেয়স আইয়ার। তার ইনিংস সাজানো ছিল ৭ টি চার এবং ২ টি ছয়ে।
অপরদিকে আজাজ প্যাটেল বল হাতে এদিন ২১ ওভার বল করেন। ৬ টি মেডেন সহ ৭৮ রান দিয়েছেন তিনি। এদিন তিনি একটিও উইকেট নিতে পারেননি।