প্রায় সাড়ে; চার ঘণ্টা পু’লিশ ক;র্মক’র্তাদের সঙ্গে ক;থো;প;কথন শেষে রোববার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় থা’না থেকে বের হয়ে যান তিনি।
থা’না থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘মা’মলার অগ্রগতি স’ম্পর্কে খোঁজ নিতেই থা’নায় আসি। যদিও আমা’র আ;রও আগে আসার কথা ছিল। কিন্তু অ’সুস্থ থাকার কারণে একটু দেরিতে আসা হলো।’
তার পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমি খুব খুশি। মিডিয়ার সহ;যোগিতার কার;ণেই পু’লিশ আ;সা;মিদের ;দ্রুত গ্রে’ফতার করেছে এবং রি’মান্ডে এনে জিজ্ঞা;সাবাদ করছে।’
দীর্ঘক্ষণ থা’নায় অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘ঘটনার দিনের সব কথা আমাকে খুলে বলতে হয়েছে। মা’মলার স্বার্থে ত’দন্ত কর্মক’র্তাদের সঙ্গে লম্বা সময় কথোপকথনের মাধ্যমে সেদিনের বিষয়গুলো তুলে ধ’রা হয়েছে।’
এর আগে দুপুর আড়াইটার দিকে একটি সাদা প্রাইভেট’কারে সাভা’র মডেল থা’নায় আসেন চিত্রনায়িকা পরীমনি।পরে তিনি ঢাকা উত্তরের অ’তিরিক্ত পু’লিশ সুপার (অ’প’রাধ) আব্দুল্লাহিল কাফীর কক্ষে প্রবেশ করেন।
এদিকে থা’নায় চিত্রনায়িকা পরীমনির আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জো’রদার করা হয় এবং মূল ফট’ক আ’ট’কে দিয়ে সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
থা’নায় পরীমনির আগমন স’ম্পর্কে জিজ্ঞাসা করা হলে ঢাকা উত্তরের অ’তিরিক্ত পু’লিশ সুপার (অ’প’রাধ) মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘এখন আমাদের মিটিং আছে। পরবর্তীতে সবকিছু বলা হবে।’