“দল যেখানে বলবে সেখানেই ব্যাট করব,’ গুজরাটের বিরুদ্ধে নামার আগে বললেন ভারতীয় দলের প্রাক্তন সহঅধিনায়ক অজিঙ্কা রাহানে
শেষ কয়েক ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সূর্য পশ্চিম আকাশে একটু হেলে পড়লেই শুরু হয়ে যাবে ১৬তম আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানস। এবারের আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের তারকা ক্রিকেটার অজিঙ্কা রাহানে। তবে তাঁর ফর্ম নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলেছেন।
এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের নতুন সদস্য রাহানে। অজিঙ্কা আগে টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেনার হিসেবে যেমন খেলেছেন, তেমনই তিন এবং চার নম্বরেও ব্যাট করতে দেখা গিয়েছে সিনিয়র এই ব্যাটারকে। কিন্তু হলুদ বাহিনীতে ওপিংয়ের জায়গা আগে থেকেই ঠিক করা রয়েছে।
ভারতীয় দলের প্রাক্তন সহঅধিনায়ককে জিজ্ঞাসা করা হয়, এই দলে আপনার ভূমিকা কি হতে চলেছে? রাহানে জবাব দেন, ‘আমি এর আগে একজন ওপেনার হিসাবে খেলেছি। এর আগেও টি-টোয়েন্টি ফরম্যাটে আমি ব্যাটিং করেছি, তাই এখানে আমার ভূমিকার বিশেষ কিছু পার্থক্য থাকবে না। আমার টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক আমাকে যা বলবে স্বাভাবিকভাবেই তা করতে প্রস্তুত আমি। আমি যখনই সুযোগ পাব তখনই দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
রাহানে মনে করছেন ভালো ছন্দে আছেন তিনি। এই বিষয়ে আজিঙ্কা জানান, ‘ব্যক্তিগতভাবে মনে করি, আমি ভালো ছন্দে রয়েছি। ভালো ব্যাট করেছি এবং ভালো ঘরোয়া মরশুম কাটিয়েছি। যখনই আমি সুযোগ পাই তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’