প্রথম ৫ ম্যাচে জিতে উড়ছিল টিম আবু ধাবি, তাদেরকে মাটিতে নামাল বাংলা টাইগার্স। আবু ধাবি টি-টেন লিগের একমাত্র বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স জতল টানা ৪ ম্যাচ। ভুতূড়ে শুরুর পর মোমেন্টাম পেয়েছে ফাফ ডু প্লেসিসের দল। ২৬ নভেম্বর নিজেদের ৬ষ্ঠ ম্যাচে টেবিল টপার টিম আবু ধাবির মুখোমুখি হয় বাংলা টাইগার্স। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলা টাইগার্স।
ফর্মে থাকা জনসন চার্লস এদিন ৪ রানের বেশি করতে পারেননি। তবে অপর ওপেনার হযরতউল্লাহ জাজাই ও তিনে নামা উইল জ্যাকস দুজনেই খেলেন চলিশোর্ধ্ব রানের ইনিংস। ১৭ বলে ৫ চার ও ৩ ছয়ে ৪৩ রান করে আউট হন উইল জ্যাকস, ২০ বলে ৩ টি করে চার ও ছয়ে ৪১ রান করে আউট হন জাজাই।
শেষের দিকে নেমে রানের গতি বাড়ান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৮ বলে ১ চার ও ২ ছয়ে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি। ইসুরু উদানাও করেন ৯ বলে ১৪ রান।
১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করতে পারে বাংলা টাইগার্স। টিম আবু ধাবির হয়ে ১ টি করে উইকেট নেন আহমেদ দানিয়াল, মার্চেন্ট ডি লাঙ্গে, লিয়াম লিভিংস্টোন, ড্যানি ব্রিগস ও নাভিন উল হক।
১৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম দুই ওভারেই ২৩ রান তুলে ফেলে টিম আবু ধাবি। তবে টানা দুই বলে দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে বাংলা টাইগার্সকে ম্যাচে ফেরান জেমস ফকনার।
তিনে নামা অধিনায়ক লিয়াম লিভিংস্টোনের ৬ বলে ২০ রানের ক্যামিও থামান লুক উড। এরপর একা লড়ে যান ক্রিস গেইল। শেষ পর্যন্ত উইকেটে থেকে ২৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫২ রান করে অপরাজিত থাকেন গেইল। অন্যপ্রান্তে সতীর্থদের যাওয়া-আসার মিছিল দেখেন তিনি।
১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ এর বেশি করতে পারেনি টিম আবু ধাবি।বাংলা টাইগার্স ম্যাচ জেতে ১০ রানের ব্যবধানে। ক্রুশাল ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জেমস ফকনার।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলা টাইগার্স ১৩০/৫ (১০), চার্লস ৪, জাজাই ৪১, জ্যাকস ৪৩, করিম ২, উদানা ১৪, ডু প্লেসিস ২২*, হাওয়েল ১*; দানিয়াল ২-০-২০-১, ডি লাঙ্গে ২-০-৩৩-১, লিভিংস্টোন ২-০-২৬-১, ব্রিগস ২-০-২৫-১, নাভিন ২-০-২৪-১
টিম আবু ধাবি ১২০/৭ (১০), স্টারলিং ৯, ইনগ্রাম ৮, লিভিংস্টোন ২০, গেইল ৫২*, বেঞ্জামিন ৩, সল্ট ১৭, ডি লাঙ্গে ১, ব্রিগস ১, দানিয়াল ১*; আমির ২-০-২৬-১, উড ২-০-২৮-১, ফকনার ২-০-২৩-২, উদানা ২-০-২৪-১, হাওয়েল ২-০-১৩-২
ফলাফলঃ বাংলা টাইগার্স ১০ রানে জয়ী
ম্যাচসেরাঃ জেমস ফকনার (বাংলা টাইগার্স)।