হঠাৎ পরিবর্তন এসেছে টিকাদান দান কার্যক্রমে
বর্তমান সরকারের নানা পদক্ষেপে দেশে ধাপে ধাপে করোনা ভেক্সিন আসা শুরু হয়েছে অনেক আগে থেকেই। মানুষের মধ্যে ভেক্সিন নেবার প্রবণতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।সরকার পদক্ষেপ নিয়েছিল আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে ব্যাপকহারে টিকাদান কার্যক্রম শুরু হবে।
করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমে হঠাৎ পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সূত্র মতে, ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম সীমিত করা হয়েছে এবং তা হল অগ্রিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে টিকা দেওয়া হবে। শনিবার থেকে এক দিনে দেশের প্রতিটি ইউনিয়নে তিনটি কেন্দ্রে ২০০ করে ৬০০ জনকে টিকা দেওয়া হবে। এরপর সাত দিন পর পুরো কর্মসূচি শুরু হবে।তবে ১৪ আগস্ট থেকে পূর্বঘোষিত কর্মসূচি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র মতে, সরকারের কাছে বর্তমানে টিকার মজুদ আছে ৮৯ লাখ ডোজ। এখান থেকেই ৭ আগস্ট প্রথম ডোজ হিসাবে প্রায় ৪৬ লাখ দেওয়া হবে। বাকি টিকাগুলো বর্তমানে যেভাবে ও যেসব স্থানে দেওয়া হচ্ছে সেখানে ব্যবহার করা হবে। এরপর নতুন করে টিকা আসলে কর্মসূচির পরিধি আবার বাড়ানো হবে।
করোনার সংক্রমণ ও প্রাণহানি বেড়ে যাওয়ায় মানুষের মাঝে ভয়, আতঙ্ক কাজ করছিল। এ পরিস্থিতিতে গণটিকাদান কর্মসূচির ঘোষণা সবাইকে আশাবাদী করে তুলেছিল। কিন্তু নতুন ঘোষণা তাদের শঙ্কা বাড়িয়ে দেবে বলে আমার মনে হয়।