টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলেন হিটম্যান , রায়পুরে রান তাড়া করবে ভারত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে বড় রানের ইনিংস গড়েও কষ্ট করে জিততে হয়েছে ভারতকে। এবার রায়পুরের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলতে নামছে ভারত। সুতরাং, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতলে এক ম্যাচ বাকি থাকতেই কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে ইন্দোরের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি নিছক নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হবে।
ভারত একসঙ্গে তিনজন ডাবল সেঞ্চুরিয়ানকে নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে খেলতে নামছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত একাই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। একটি করে দ্বিশতরান করেছেন শুভমন গিল ও ইশান কিষাণ।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন রোহিত। আজ জিতলে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে সুযোগ এসে যাবে কম্বিনেশন নিয়ে পরীক্ষি নিরীক্ষা চালানোর।