বিরাট কোহলিকে জাতীয় নির্বাচকরা ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার পর বিরাট অনুরাগীদের রোষের মুখে পড়তে হয় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিশেষ করে কোহলিকে টি-২০ ক্যাপ্টেন্সি ছাড়তে বারণ করেছিলেন বলে যে দাবি করেন সৌরভ, বিরাট তা অস্বীকার করায় অস্বস্তিতে পড়তে হয় বোর্ড সভাপতিকে। যদিও সেই বিতর্কে অযথা ঘি ঢালতে রাজি হননি সৌরভ। পরবর্তী সময়ে এই বিষয়ে নতুন করে কোনও মন্তব্য করেননি তিনি। বিষয়টি বিসিসিআই দেখছে বলে এড়িয়ে গিয়েছেন মহারাজ।
যদিও কোহলিকে নিয়ে সৌরভের মনোভাব স্পষ্ট হল আরও একবার। বরং বলা ভালো যে, কোহলির মনোভাব নিয়ে সৌরভের পছন্দ-অপছন্দের কথা জানা গেল এবার। গুরগাঁওয়ের এক অনুষ্ঠানে সৌরভের কাছে জানতে চাওয়া হয় যে, কোন ক্রিকেটারের অ্যাটিটিউড তিনি পছন্দ করেন। জবাবে দাদা নিজের পছন্দের কথা অকপটে জানান। এক্ষেত্রে তিনি বিরাট কোহলির নাম নেন। তবে সেই সঙ্গে রসিকতা করে নিজের অপছন্দের বিষয়টিও স্পষ্ট করে দেন। সৌরভ বলেন, ‘বিরাট কোহলির অ্যাটিটিউড আমার ভালো লাগে। তবে ও বড্ড বেশি ঝগড়া করে।’
সৌরভ যে অনুষ্ঠানে নিতান্ত রসিকতার মুডে ছিলেন, সেটা বোঝা যায় তাঁর আরও একটি মন্তব্যে। ব্যক্তিগত জীবনে চাপ নিয়ে জিজ্ঞাসা করা হলে বোর্ড সভাপতি মজার ছলে বলেন, ‘জীবনে কোনও কিছুই চাপের নয়। চাপ তো শুধু বউ আর গার্লফ্রেন্ডরা দেয়।’