জাদেজা ও অক্ষর প্যাটেলের সৌজন্যে পাহাড় সমান লিড নিয়ে ৪০০ রান করে প্রথম ইনিংস শেষ করলো ভারত
নাগপুর টেস্টের শুরু থেকেই ব্যাটে-বলে দাপট দেখায় ভারত। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে সস্তায় গুটিয়ে পালটা ব্যাট করতে নামা টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের শেষেই বড়সড় লিড নেয়। আজ রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল তৃতীয় দিনের সকালে পুনরায় ব্যাট করতে নামেন।
১১৫ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৩২৪ রান। জাদেজা ৬৭ ও অক্ষর ৫৪ রানে ব্যাট করছেন। মার্ফির সোজা বল ছেড়ে দিয়ে বোল্ড হন জাদেজা। তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ১৮৫ বলে ৭০ রান করেন। ভারত ৩২৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ শামি।
মার্ফির বলে অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন মহম্মদ শামি। ৪৭ বলে ৩৭ রান করেন তিনি। মারেন ২টি চার ও ৩টি ছক্কা। টড মার্ফির বলে অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন মহম্মদ শামি। ৪৭ বলে ৩৭ রান করেন তিনি। মারেন ২টি চার ও ৩টি ছক্কা। ভারত ৩৮০ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ।
প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অক্ষর প্যাটেল। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭৪ বলে ৮৪ রান করে মাঠ ছাড়েন প্যাটেল। ভারত প্রথম ইনিংসে ৪০০ রানে অল-আউট হয়। ১৯ বলে ১ রান করে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। ভারত প্রথম ইনিংসের নিরিখে ২২৩ রানের বিরাট লিড নেয়। মার্ফি ১২৪ রানে ৭টি উইকেট নেন। কামিন্স ২টি ও লিয়ঁ ১টি উইকেট দখল করেন।