চোটের কারণে ভারতের ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ্ গত মাসে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। তাঁর না থাকা ভারতীয় দলের জন্য বিশাল বড় ধাক্কা ছিল এবং সুপার ১২ পর্বের বাধা অতিক্রম করতে সক্ষম হলেও ভারতীয় দল সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
পিঠের চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি বুমরাহ। চলতি বছরের কুড়ি-বিশের বিশ্বকাপ তাঁর অভাব ভালোই টের পেয়েছে টিম ইন্ডিয়া। এমন কী এই চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়া এশিয়া কাপেও খেলতে পারেননি তিনি। তবে এ বার বাইশ গজে ফেরার লড়াই শুরু দিলেন বুমরাহ। জিমে, মাঠে সর্বত্র গা ঘামাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার।
তবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল জসপ্রীত বুমরাহকে। কিন্তু তিনি বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠতে পারেননি। তার জন্য তিনি বাদ পড়েন। পরিবর্তে বিসিসিআইকে মহম্মদ শামিকে দলে নেয়।
সেপ্টেম্বর মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন তিনি চোট পান। তাঁর বদলে সেই সিরিজে নেওয়া হয় মহম্মদ সিরাজকে। টুইটটির ক্যাপশনে পেসার লিখেছেন, “কখনোই সহজ নয়, তবে সর্বদা মূল্যবান।”
Never easy, but always worth it 💪 pic.twitter.com/aJhz7jCsxQ
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) November 25, 2022
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ সেপ্টেম্বর জসপ্রীত বুমরাহ শেষ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে ৪ ওভার বল করে ৫০ রান দিয়েছিলেন তিনি। যদিও কোনও উইকেট পাননি তিনি। এ বার চোট সারিয়ে মাঠে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন তিনি।