চোট থেকে ফিরে জাড্ডু যে এরকম ভয়ঙ্কর হয়ে উঠবে সত্যি ভাবি নি , জাদেজাকে প্রশংশায় ভরালেন সতীর্থ অশ্বিন

নাগপুরে প্রথম টেস্টে অজিদের ১৩২ রানে হারিয়ে দিয়েছে ভারত। দীর্ঘদিন বাদে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অনবদ্য পারফরম্যান্স করেছেন জাদেজা। প্রথম ইনিংসে বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন দুটি উইকেট। ভারতের হয়ে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৭০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন তিনি।

প্রথমে রোহিত শর্মা এবং পরবর্তীতে অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন নেন পাঁচটি উইকেট নেন। ফলে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া দল। ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক অশ্বিন। তিনি মোট ৭৯ রান দিয়ে নিয়েছেন ৮টি উইকেট।

ম্যাচ শেষে অশ্বিন জানান, ‘যদি এটা বলি আমি জাড্ডুর থেকে খুব বড় সাহায্য পেয়েছি তাহলেও সেটা কম বলা হয়ে যাবে। ও অনবদ্য ফর্মে রয়েছে। শেষ তিন বছরে যেভাবে ও ব্যাটিং এবং বোলিং করেছে সেটা আর আলাদা করে বলে দেওয়ার কোন প্রয়োজন নেই। আমাদের এটাও আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই যে ও ফিল্ডে কত তাড়াতাড়ি মুভ করতে পারে,অত ভালো ফিল্ডিং করে। দলের জন্য ও একজন অনবদ্য ক্রিকেটার।’

তিনি আরও যোগ করেন, ‘আমি সবসময় ধন্যবাদ জানাই, খুব সৌভাগ্যবান যে ওঁর মতন একজন বোলিং পার্টনার পেয়েছি। অক্ষরও কোন একজন সাধারণ বোলার নয়। ফলে এটা বলতেই পারি যে আমাদের হাতে খুব ভালো স্পিনারদের একটা সেট রয়েছে। আমরা সকলেই ব্যাটটাও করতে পারি।’

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.