২৪শে জানুয়ারি অর্থাৎ গতকাল ভারত ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। সেদিন ইন্দোরে অনুষ্ঠিত হওয়া সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ভারতীয় দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩৮৫ রান করে। শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন উমরাম মালিক ও কুলদীপ যাদব। রোহিত শর্মা ১০১ রান করে আউট হন। দলের অন্য ওপেনার শুভমান গিল ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলে যান।
ফের ব্যার্থ হন কোহলি, ঈশান ও সূর্য। সেদিন কোহলি ৩৬ ও ইশান ১৭ রান করেন। ১৪ রানে আউট হন সূর্যকুমার যাদব। ভারতীয় একাদশে কিছু পরিবর্তন দেখা যায়। এই ম্যাচে খেলছেন না মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। একই সঙ্গে ফিরেছেন যুজবেন্দ্র চাহাল। হার্দিক পান্ডিয়া এবং শার্দুল ঠাকুর সপ্তম উইকেটে অর্ধশতরানের জুটি ভাগ করে ভারতীয় ইনিংস সামলেছেন।
এ দিন রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি নিউজিল্যান্ডের। শুরুতেই ফিন অ্যালেনকে প্যাভিলিয়নে ফেরান হার্দিক পান্ডিয়া। এরপর আর কোন কিউয়ি ব্যাটসম্যান ক্রিজে দাঁড়াতে পারেননি। একমাত্র ডেভন কনওয়ে শতরান করে কিউয়িদের লড়াইকে এগিয়ে নিয়ে যান। এর মধ্যে মাইকেল ব্রেসওয়েলকে যেভাবে স্টাম্প করে যেভাবে ইশান কিষাণ তাকে প্যাভিলিয়নে ফেরালেন, তা অবশ্যই তারিফযোগ্য।
— Jalaluddin Sarkar (Thackeray) 🇮🇳 (@JalaluddinSark8) January 24, 2023