‘চাকদা এক্সপ্রেস’র জন্য কঠোর পরিশ্রম করছেন অনুষ্কা, সোশ্যাল মিডিয়ায় যা ব্যাপক ভাইরাল
‘চাকদা এক্সপ্রেস’ ছবি নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে ইতিমধ্যেই। কারণ ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় এবং প্রতিভা ঝুলন গোস্বামীর বায়োপিক এটি। ঝুলনের ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে।
বলিউড সূত্রে শোনা গিয়েছে, ঝুলনের থেকে নিয়মিত পরামর্শ নিচ্ছেন অনুষ্কা। কোভিড এবং লকডাউনের কারণে বার বার থেমে গিয়েছে ছবির কাজ। অনেক আগে শুরু হওয়ার কথা থাকলেও বার বার বাধা পড়েছে শ্যুটিংয়ে। শেষ পর্যন্ত এ বছর আবার পুরোদমে শুরু হয়েছে কাজ। আর তার জন্যই রীতিমতো কঠিন পরিশ্রম করছেন অনুষ্কা।
দিনরাত এক করে ঝুলনের বোলিং অ্য়াকশন এবং ব্যাটিংয়ের স্টাইল রপ্ত করেছেন অনুষ্কা। চরিত্রের মধ্যে পুরোপুরি ঢোকার জন্য টানা চালিয়ে যাচ্ছেন অনুশীলন। অনুষ্কা নিজেই ইনস্টাগ্রামে অনুশীলনের ঝলক পোস্ট করেছেন।
সেখানেই দেখা যাচ্ছে কীভাবে ঝুলনের বোলিং অ্যাকশন অনুশীলন করে চলেছেন তিনি। একই সঙ্গে ব্যাটিংয়ের প্র্যাকটিসও করছেন অভিনেত্রী।এ বছর ছবির টিজারও মুক্তি পেয়েছে। কিন্তু বাকি আছে আরও অনেক কাজ। তার জন্যই অনুষ্কা খেটে চলেছেন বলে শোনা গিয়েছে।