“ক্রিজের উল্টো দিকে বিরাট ভাই ও রোহিত ভাই থাকলে একটা আলাদাই অনুভূতি হয়” জানুন দুই সিনিয়ার খেলোয়াড়ের সম্পর্কে কি বললেন শুভমান গিল!
টি-২০ সিরিজের পর কয়েকমাস আগেই নিউজিল্যান্ড নিজেদের দেশে ভারতকে হারিয়েছিলো একদিনের সিরিজে। গতকাল রায়পুরের মাঠে কিউইদের পর্যুদস্ত করে তার বদলা নিয়ে নিলো ভারতীয় দল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধন্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের আগ্রাসনে শুরুতেই কেঁপে যায় কিউইরা। একটা সময় মাত্র ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছিলো তারা।
খানিক লড়াই করায় ১০০ পেরোয় নিউজিল্যান্ডের ইনিংস। শামি ৩ উইকেট তুলে নেন, ২টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দর। মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব পান ১ টি করে উইকেট। বোলিং বিক্রমে ১০৮ রানে গুটিয়ে যায় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে আরও একবার সফল রোহিত শর্মা এবং শুভমান গিলের জুটি। ৭২ রান যোগ করেন দু’জনে। ৫০ বলে ৫১ রান করে আউট হন রোহিত।
রায়পুরে তাঁর ব্যাট থেকে দেখা গেলো ট্রেডমার্ক পুল শটও। রোহিতের পর বিরাট কোহলি স্যান্টনারের বলে আউট হলেও উইকেটে টিকে থেকে দলকে জয় এনে দেন শুভমান গিল (৫৩ বলে ৪০*) এবং ঈশান কিষন। ৮ উইকেটে সহজ জয় পেয়ে সিরিজ ঘরে তোলে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টানা ৭টি দ্বিপাক্ষিক সিরিজ জিতলো ভারতীয় দল।
রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আধুনিক ভারতীয় ক্রিকেটের দুই মহীরুহ। কার সাথে ব্যাটিং বেশী পছন্দ শুভমানের? ম্যাচ শেষে প্রশ্ন করা হয় তাঁকে। শ্রীলঙ্কা সিরিজ থেকে রোহিতের সাথে নিয়মিত ওপেনিং করতে দেখা যাচ্ছে রোহিত এবং শুভমানকে। বেশ কিছুদিন পর ওপেনিং জুটিতে ভারতকে সাফল্যও এনে দিয়েছেন তাঁরা। এখনও অব্দি ৫ ইনিংসে ৪ বার পঞ্চাশ রানের গণ্ডী পেরিয়েছে রোহিত এবং শুভমানের জুটি।
মুহূর্তে সামলে নিয়ে বলেন- “বাইশ গজে সময় কাটানো একটা দুর্দান্ত সুযোগ আমার কাছে। আজকে অপরাজিত থাকতে পেরেছি, ভালো লাগছে। প্রথম চার-পাঁচ ওভারর পর থেকে পেসাররা পিচ থেকে কোনো সাহায্য পাচ্ছিলেন না। তবে স্যান্টনার খানিক টার্ন আদায় করেছিলো আজ। রোহিত ভাই, বিরাট ভাই ক্রিজের উল্টোদিকে থাকলে একটা দুর্ধর্ষ অনুভূতি হয়। ছোটোবেলা থেকে ওদের দেখেছি টিভি’র পর্দায় আর আজ ওঁরা আমার সাথে খেলছেন, ভেবে গর্ব হয়।”