ভারতীয় ক্রিকেটপাড়া গরম হয়ে আছে কোহলিকে সাদা বলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে। টি-২০ ক্রিকেটে নিজে থেকে অধিনায়কত্ব ছাড়লেও ওডিআইতে অধিনায়কত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন কোহলি।
কিন্তু তার চাওয়াকে প্রাধান্য না দিয়ে অনেকটা কেঁড়ে নেওয়া হয়েছে অধিনায়কত্ব। তাইতো কোহলির জন্য মন কাঁদছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটার সালমান বাটের। কোহলির মতো একজন বিশ্বসেরা ক্রিকেটারের সাথে এমনটা করা উচিত হয়নি বলেও মনে করেন বাট।
ইউটিউবে একটি ভিডিও বার্তায় বাট বলেন, ‘বিসিসিআই চায়নি কোহলি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ুক। কিন্তু তার মানে এই নয় সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক থাকতে পারবে না।
সব থেকে ভালো হতো যদি কোহলিকে ওয়ানডের অধিনায়ক রেখে রোহিত শর্মাকে শুধু টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হতো।’
ভারতীয় গণমাধ্যমের খবর, অধিনায়কত্ব ছাড়ার জন্য কোহলিকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোহলি কোনও সিদ্ধান্ত না জানানোয় তাকে সরিয়ে দেন নির্বাচকরা। কোহলির মতো ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি, মনে করছেন বাট।
তিনি বলেন, ‘কোহলিকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া থেকেই বোঝা যাচ্ছে বিসিসিআইয়ের হাতে কতটা ক্ষমতা রয়েছে। কেউ দেখলো না ভারতীয় ক্রিকেটের জন্য কোহলি কী করেছে।
ওকে আরও একটু সম্মান দেওয়া উচিত ছিল। বিসিসিআইয়ের বোঝা উচিত ছিল কোহলি বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন।’