টালিউডের জনপ্রিয় অ’ভিনেত্রী শ্রাবন্তী। ব্যক্তিজীবনে এই অ’ভিনেত্রীর এখন পর্যন্ত তিনবার বিয়ে হয়েছে। কিন্তু সংসার স্থায়ী হয়নি। সর্বশেষ তৃতীয় স্বামী রোশান সিংয়ের কাছ থেকে গত বছর আলাদা হয়ে যান এ অ’ভিনেত্রী। এরপর চলতি বছরের প্রথম দিকে নতুন প্রে’মে জড়ান শ্রাবন্তী।
প্রে’মিকের নাম অ’ভিরূপ নাগ চৌধুরী। পেশায় একজন ব্যবসায়ী। ধনাঢ্য সেই প্রে’মিকের জন্ম’দিনও পালন করেছিলেন শ্রাবন্তী। তাও আবার নিজের বাসায়। উপহার দিয়েছিলেন দামি হীরার আংটি। কিন্তু সম্প্রতি গুঞ্জন উঠেছে, অ’ভিরূপের সঙ্গে তার ব্রেকআপ হয়ে গেছে। এজন্য তাকে ইনস্টাগ্রামেও আনফলো করে দিয়েছেন শ্রাবন্তী। এবার গুঞ্জন উঠল, স’ম্পর্ক টিকছে না বিধায় তৃতীয় স্বামী রোশান সিংয়ের কাছেই ফিরে যাচ্ছেন তিনি।
শুক্রবার (১৩ আগস্ট) রোশান সিং এবং শ্রাবন্তী দুজনেরই জন্ম’দিন। বিয়ের পর শ্রাবন্তী বলেছিলেন, রোশান আর তিনি একে-অ’পরের জন্য পারফেক্ট বিধায় তাদের জন্ম’দিনও এক। এটা সৃষ্টিক’র্তার ইশারা বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু বছর খানেক সংসার করেই স’ম্পর্কটা থেকে সরে আসেন অ’ভিনেত্রী।
এদিকে জন্ম’দিন উপলক্ষে একটি বিশেষ উপহার পেয়েছেন রোশান। সুইজারল্যান্ডের দামি ব্র্যান্ডের একটি ঘড়ি পেয়েছেন তিনি। সেই ঘড়ির ছবি শেয়ার করে তিনি রেখেছেন র’হস্য। কে উপহারটি দিয়েছেন, তা প্রকাশ করেননি। অনেকে ধারণা করছেন, শ্রাবন্তীই এই ঘড়িটি পাঠিয়েছেন। আর অ’ভিরূপের সঙ্গে স’ম্পর্ক না টেকায় পুনরায় রোশানের কাছেই ফিরে যাচ্ছেন তিনি।
শ্রাবন্তী ও রোশানের এখনো আইনিভাবে বিচ্ছেদ হয়নি। কেবল বিচ্ছেদের আবেদন করেছেন। কিন্তু রোশান সিং চাইছেন সংসার করতে। এজন্য মা’মলাও দায়ের করেছেন তিনি। সেই মা’মলা এখনো চলমান রয়েছে। গত বছরের জন্ম’দিনের আগেও রোশান-শ্রাবন্তীর মধ্যে বিবাদ হয়েছিল। তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে জন্ম’দিনে ঠিকই তারা এক হয়ে কেক কে’টেছিলেন, উদযাপন করেছিলেন। তাহলে কি এবারের জন্ম’দিনেও রোশানের ফিরে যাবেন শ্রাবন্তী? উত্তরটা জানা যাবে দিন ফুরোলে।