ভারতীয় ক্রিকেটে শাস্ত্রী-কোহলি জমানা এখন অতীত৷ কোচ রাহুল দ্রাবিড়ের হাত ধরে শুরু হয়েছে টিম ইন্ডিয়ার নতুন অধ্যায়৷ তবে রবি শাস্ত্রীর আমলে তীব্র অবিচার হয়েছে ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের উপর। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন চ্যাম্পিয়ন এই অফ স্পিনার। একটি ক্রিকেট ওয়েবসাইটে বোমা ফাটিয়েছেন অশ্বিন৷ এরপরই রবি শাস্ত্রীর উপর ক্ষেপে উঠেছেন সমর্থকদের একাংশ। একই সঙ্গে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির উপরও সমর্থকরা উগরে দিয়েছেন ক্ষোভ।
সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলেন দেশের অন্যতম সেরা অফস্পিনার? ২০১৯ সালের অস্ট্রেলিয়া সফরের প্রসঙ্গ তুলে অশ্বিনের দাবি, সেবার সিডনি টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব। আর তারপরই কোচ রবি শাস্ত্রী বলেন, বিদেশে কুলদীপই দেশের একনম্বর স্পিনার হবে। যা শুনে অশ্বিন হতবাক হয়ে গিয়েছিলেন। তামিলনাড়ুর এই অফস্পিনার বলেন, “কুলদীপের জন্য আমার ভালোই লেগেছিল। সতীর্থের সাফল্যে আনন্দ করতে শেখানো হয়েছিল আমাদের। তাই কুলদীপ বা দলের জন্য আমি খুশি হয়েছিলাম। কারণ এর আগে কখনও অস্ট্রেলিয়ার মাটিতে আমরা টেস্ট সিরিজ জিতিনি। কিন্তু টিমের সাফল্যে আনন্দ পেতে আগে নিজেকে বোঝাতে হয় যে, আমিও টিমের অংশ। কিন্তু আমার তখন মনে হচ্ছিল আমাকে কেউ বাস চাপা দিয়ে দিয়েছে।”
অশ্বিন আরও বলেন, “রবি শাস্ত্রী ভাইকে আমি শ্রদ্ধা করি। সম্মানও করি। কিন্তু সে দিন তাঁর ওই কথাটা শুনে মনে হয়েছিল, আমাকে কেউ থেঁতলে দিয়েছে। বাসে চাপা পড়েছি আমি।” ভারতের এই তারকা স্পিনারের এই বক্তব্য শুনেই প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর প্রতি চটেছেন সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে প্রবল আলোড়ন। কেউ লিখেছেন, শাস্ত্রী-কোহলি জুটি চ্যাম্পিয়ন বোলারের কেরিয়ারই প্রায় শেষ করে দিচ্ছিল। আবার কেউ লেখেন, এটা দুঃখজনক যে এরকম একজন গ্রেট বোলারের সঙ্গে এমন আচরণ করেছেন কোহলি-শাস্ত্রী। এমনকি টি-২০ বিশ্বকাপেও যে ওকে ঠিকঠাক ব্যবহার করা হয়নি এমন দাবিও তোলেন অনেকে।
ট্যুইটে এক জন লেখেন, ”কুল-চা জুটিকে দারুণ সাপোর্ট করেছিলেন কোহলি ও শাস্ত্রী। ওঁরা প্রায় অশ্বিনের কেরিয়ার শেষ করে দিয়েছিলেন। সাম্প্রতিক ইংল্যান্ড সিরিজেও অশ্বিনের সঙ্গে অবিচার করা হয়েছে।” আরেকজন লেখেন, ”কোহলি-শাস্ত্রীর জন্য অশ্বিনের মানসিক সমস্যা তৈরি হয়েছিল। কঠিন সময়ে টিম ম্যানেজমেন্টও অশ্বিনের পাশে এসে দাঁড়ায়নি।” আর এক সমর্থকের মতামত, ”অশ্বিনের প্রতি যে অশ্রদ্ধা দেখিয়েছে টিম ম্যানেজমেন্ট ও শাস্ত্রী, তা অত্যন্ত লজ্জাজনক।” বলা যেতেই পারে, এতদিন এই বিষয়ে মুখ না খুললেও এবার অশ্বিন নিজের যন্ত্রণা কথা প্রকাশ করতেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন পড়ে গেল