কুম্ভ রাশিতে ভর করে দানবীয় ইনিংস খেলে কনিষ্ঠতম ওপেনার হিসেবে কপিল দেবকে টপকে এক অনন্য নজির গড়লেন শুভমান গিল

বুধবার ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদের মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল। সেই ম্যাচে ভারতের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন কিউয়ি অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় দল ১২ রানের ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছিল।

ভারতের হয়ে অসাধারণ পারফরম‍্যান্স করেছিলেন দুজন। প্রথমজন হলেন নিজের ঘরের মাটিতে প্রথম ওডিআই ম্যাচ খেলতে নামা মহম্মদ সিরাজ। দ্বিতীয় জন হলেন পাঞ্জাবের তরুণ ওপেনার শুভমান গিল। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিনি ওডিআই ফরম্যাটে দ্বিশতরান করার রেকর্ড গড়েছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফরম্যাট এর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করার রেকর্ড গড়েছেন গিল। ভেঙে দিয়েছেন শচিনের ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করা ১৮৬ রানের রেকর্ড।

ভারতীয়দের মধ্যে এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন কপিল দেব। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে তার ১৭৫ রানের ইনিংসটি ছিল দলের গোটা রানের ৬৫.৭৮ শতাংশ। আর পরেই রয়েছে রোহিত শর্মার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে করা ২৬৪ রানের ইনিংসটি। সেটি ছিল গোটা দলের ৬৫.৩৪ শতাংশ। তারপরেই রয়েছে শুভমান গিলের এই দ্বিশতরানের ইনিংসটি।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.