“কিছুদিনের মধ্যেই ভারতীয় দল তিনটি ভিন্ন ফরম্যাটে তিনটি ভিন্ন দল নামাবে আর সফলও হবে” আগাম ভবিষ্যৎবানী করলেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার!
অনেকদিন আগেই বোঝা যাচ্ছিল ভারতীয় ক্রিকেট দলে প্রতিভার কোনও অভাব নেই। আরও একবার প্রমান হল সেই কথা। প্রতি বার দল নির্বাচনের সময়েই যাঁরা বাদ পড়েন, তাঁদের নিয়ে চর্চা হয়। অনেকে প্রথম একাদশেও সুযোগ পান না। এখনকার দলে প্রতিভার ছড়াছড়ি দেখে খুশি কপিল দেব।
ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক বলে দিয়েছেন, ভবিষ্যতে তিন ফরম্যাটে তিনটে আলাদা দল দেখতে পেলে অবাক হওয়ার কিছু নেই। এক সাক্ষাৎকারে কপিল বলেছেন- “আমার মনে হয় দল বেছে নেওয়ার ব্যাপারটা পুরোপুরি নির্বাচকদের উপরে ছেড়ে দেওয়া উচিত। এত ক্রিকেটার উঠে আসছে, তাদের প্রত্যেকের সুযোগ পাওয়া উচিত বলে আমি মনে করি।
বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে, আগামী দিনে হয়তো ভারতের তিনটে দল দেখা যাবে। টেস্ট, এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল। তাতে অনেক ক্রিকেটারকে সুযোগ দেওয়া যাবে। একটা নির্দিষ্ট ফরম্যাটের জন্য দল তৈরি করে বেশ কিছু দিন ধরে তাদের একসঙ্গে খেলানো দরকার। খারাপ ছন্দে থাকা কোনও ক্রিকেটারকে বাদ দেওয়া হলে সেটা বোঝা যায়। কিন্তু আগের ম্যাচের সেরা ক্রিকেটারকে পরের দিন বসিয়ে দিলে সেটা খুব খারাপ উদাহরণ। ক্রিকেটার হিসাবে আমি সেটা বুঝি।”