কানপুর টেস্টে খেলা হচ্ছে না ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থের। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে একমাত্র উইকেটকিপার হিসেবে একাদশে রয়েছেন ঋদ্ধিমান সাহা।
এছাড়া দ্বিতীয় উইকেটকিপার হিসেবে স্কোয়াডে রয়েছেন কেএস ভরতও। তবে ব্যাট হাতে সাহাকে দেখা গেলেও, একাদশে না থেকেও কিপিংয়ের দায়িত্বটা সামলাচ্ছেন ভরত।
কানপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ১২ বলে ১ রান আউট হয়েছিলেন সাহা। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের শুরু থেকে (দ্বিতীয় দিন) উইকেটের পেছনেও দেখা যায় তাকে। তবে তৃতীয় দিনে এসে পাল্টে যায় সব দৃশ্যপট। সাহা নয় এদিন উইকেটের পেছনের দায়িত্বটা ভরতকে সামলাতেই দেখা যায়। এবার কারণটাও গেল জানা, কেন’ই বা রিজার্ভ ক্রিকেটার হিসেবে ভরত নেমেছেন মাঠে।
এই প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘ঘাড়ে টান পাওয়ায় কিছুটা অস্বস্তিবোধ করছেন ঋদ্ধিমান সাহা। এই কারণে, তৃতীয় দিন মাঠে নামেনি সে। আপাতত মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাই তৃতীয় দিনে কিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন ভরত।’
অবশ্য, দ্বিতীয় ইনিংসে সাহা ব্যাট করতে নামবে কিনা! কিংবা কানপুর টেস্টে সাহার মাঠে আর নামা হবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতীয় বোর্ড।