কলকাতার বাতিল খেলোয়াড় শেল্ডন জ্যাকসন রঞ্জি সেমিফাইনালে বিধ্বংসী সেঞ্ছুরি করে ফ্রাঞ্ছাইজিকে যোগ্য জবাব দিলেন

আস্থা রাখেনি তাঁর আইপিএল ফ্রাঞ্ছাইজি। রাজ্যদলের হয়ে রান পাচ্ছিলেন না, এমন নয়। তবে পরিচিত মেজাজে সৌরাষ্ট্রকে নির্ভরতা দিতে পারছিলেন না শেল্ডন জ্যাকসন। অবশেষে বড় মঞ্চে নিজেকে যথাযথ মেলে ধরেন কেকেআরের বাতিল ঘোড়া।

নতুন আইপিএল মরশুমের জন্য শেল্ডন জ্যাকসনকে স্কোয়াডে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। উল্লেখযোগ্য বিষয় হল, গত আইপিএল নিলামে জ্যাকসনকে কোনও দল কেনেনি। অবিক্রিত থাকেন তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান। যদিও সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে উইকেটকিপিং করছেন না তিনি। মাঠে নামেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে।

কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে দুর্দান্ত শতরান করে সৌরাষ্ট্রকে লড়াইয়ে টিকিয়ে রাখেন জ্যাকসন। সেমিফাইনাল পর্যন্ত সৌরাষ্ট্রের রঞ্জি অভিযানে ব্যাট হাতে জ্যাকসনের অবদান বলতে ৩টি হাফ-সেঞ্চুরি। অবশেষে সেমিফাইনালের মতো বড় মঞ্চে শতরান করে নিজেকে ফের একবার প্রমাণ করলেন শেল্ডন।

কর্ণাটকের ৪০৭ রানের জবাব ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র দ্বিতীয় দিনের শেষে ২ উইকেটে ৭৬ রান তোলে। জ্যাকসন ২৭ রানে অপরাজিত ছিলেন। তার পর থেকে তৃতীয় দিনে খেলতে নেমে জ্যাকসন ১০টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। লাঞ্চের পরে তিনি টপকে যান ব্যক্তিগত শতরানের গণ্ডি। শেল্ডন ১৭টি বাউন্ডারির সাহায্যে ১৪৩ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.