টিকটকের গানের তালে ওয়ার্নারের নাচ এখন নিয়মিতই সোশ্যাল সাইটে দেখা যায়। তার প্রায় প্রতিটি ভিডিওতেই তার স্ত্রী এবং সন্তানদের দেখতে পাওয়া যায়। তবে এবার ওয়ার্নার যা করলেন তা একেবারে অন্যমাত্রার। সেটা নিয়ে বেশ হাসাহাসিও চলছে।
সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও ক্লিপ আপলোড করেন ডেভিড ওয়ার্নার। সেখানে দেখা যায়, আল্লু অর্জুনের জনপ্রিয় গান ‘এ বাড্ডা ইধি না আড্ডা’র সঙ্গে নাচছেন। আসলে ভিডিওতে আল্লু অর্জুনের বদলে ওয়ার্নার নিজের মুখ বসিয়েছিলেন।
আর ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘এটার ক্যাপশন দাও।’ ওয়ার্নারের এই মজাদার পোস্টে একাধিক মানুষ কমেন্ট করেন। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন বিরাট কোহলি।
ভারতের টেস্ট অধিনায়ক কমেন্টে লিখেন, ‘বন্ধু তুমি ঠিক আছ?’ ওয়ার্নার দ্রুত জবাব দিয়ে লিখেন, ‘বন্ধু একটু ব্যথা আছে। কিন্তু আমি জানি তুমি মাথার কথা বলছ, যা কখনও ঠিক হবে না।’
অস্ট্রেলিয়া জাতীয় দলে ওয়ার্নারের সাবেক সতীর্থ মিচেল জনসন কমেন্টে লিখেন, ‘দয়া করে বন্ধ করো।’