অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে ভারত জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর। তবে দ্বিপাক্ষিক সিরিজ থেকে বাদ পড়েছে টি-টোয়েন্টি সিরিজ। যদিও এতে অসন্তুষ্ট নয় সিরিজের আয়োজক ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। টেস্ট ও ওয়ানডে হলেও আপাতত টি-টোয়েন্টি হচ্ছে না। ৪টি টি-টোয়েন্টি পরবর্তীতে সুবিধাজনক সময়ে খেলবে তারা।
ও
মিক্রনের কারণে দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকা অঞ্চলে ক্রিকেটীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে ভারত জাতীয় দলের মহাগুরুত্বপূর্ণ সফর বাস্তবায়নে বদ্ধপরিকর ছিল দক্ষিণ আফ্রিকা। আর তাই বিসিসিআইকে সিএসএ আশ্বস্ত করেছে, নির্বিঘ্নে কঠোর জৈব সুরক্ষা বলয়ে সিরিজটি আয়োজন করা হবে।
দীর্ঘ দ্বিপাক্ষিক আলোচনা শেষে দুই দেশের বোর্ড নির্ধারিত সময়েই সিরিজ শুরু করার ব্যাপারে সম্মত হয়েছে। তবে বাদ পড়েছে টি-টোয়েন্টি সিরিজ। তিনটি করে টেস্ট ও ওয়ানডের সাথে দুই দলের চারটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষমেশ বাদ পড়েছে চারটি টি-টোয়েন্টি।
আগামী ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। সেঞ্চুরিয়ন ও কেপটাউনে বাকি দুই টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি। ১১, ১৪ ও ১৬ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলে বিরাট কোহলিরা দেশে ফিরে আসবেন। ১৯, ২১, ২৩ ও ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চারটি টি-টোয়েন্টি অন্য কোনো সময়ে মাঠে গড়াবে।