ভারতের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজে দুর্দান্ত প্রদর্শনের পর পুরুষদের ওডিআই বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন। হায়দ্রাবাদে তাঁর ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে ৪৬ রান দিয়ে চার উইকেট নেওয়া ২৮ বছর বয়সী সিরিজে দুই ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন।
জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের প্রধান পেসারের দায়িত্ব এখন মহম্মদ সিরাজের কাঁধেই। বিশেষ করে একদিনের ফর্ম্যাটে তাঁকে সামনে রেখেই বোলিং লাইনআপ সাজাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আর সেখানে যে মহম্মদ সিরাজ এখনও পর্যন্চ হতাশার কোনও জায়গা রাখে নি তা বলার অপেক্ষা রাখে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষের পর সেজন্যই তো তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারত অধিনমায়ক রোহিত শর্মা।
এই প্রসঙ্গেই রোহিত শর্মা জানিেয়েছেন, ‘তাঁর সম্বন্ধে এর আগেও বহুবার কথা বলেছি আমি। তিনি যত বেশী ক্রিকেট খেলছেল, ততই নিজের বোলিং সম্বন্ধে আরও ভালভাবে অবগত হয়ে উঠছেন মহম্মদ সিরাজ। আমার মনে হয় এই খেলায় বোঝাপড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের দক্ষতা বুঝতে পারাটাই প্রধান বিষয়। যেই মুহূর্তে তুমি সেটা বুঝে উঠতে পারবে, দলের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন তিনি। শেষ কয়েকবছরে সিরাজ সেটাই করে দেখাতে পেরেছেন। যে ফর্ম্যাটই হোক না কেন, তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন’।