নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত দুই ম্যাচের মত সিরিজের শেষ ম্যাচেও জয় ছিনিয়ে নিলো ভারত। প্রথম দুই ম্যাচে হায়দ্রাবাদ এবং রায়পুরে টম ল্যাথামদের হারিয়ে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিলো ভারতীয় দল। গতকাল ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় ম্যাচেও প্রতিপক্ষকে ৯০ রানের ব্যবধানে হারিয়ে কিউইদের হোয়াইটওয়াশ করলো ‘টিম ইন্ডিয়া।’
সেখানে গতকালের ম্যাচে জোড়া বদল করেছিলো ভারতীয় দল। দুই পেসার মহম্মদ সিরাজ এবং শামির বদলে দলে এসেছিলেন চাহাল এবং উমরান মালিক। রজত পতিদার’কে কি খেলানো যেত না ইন্দোরে? প্রশ্নের জবাবে অধিনায়ক রোহিত যা বললেন তা নিয়ে জোড় চর্চা ক্রিকেটমহলে।
বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একদিনের স্কোয়াডে জায়গা পেলেও প্রথম একাদশের টিকিট অধরাই রয়ে গেলো রজত পতিদারের কাছে। গত বছর রঞ্জি ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিলো তাঁর, করেছেন আইপিএল শতরানও। তবুও কত দিন জাতীয় দলের জার্সি অধরা থাকবে তাঁর কাছে? প্রশ্ন তোলেন অনেকে।
এই প্রসঙ্গে রোহিত বলেন- “দলে কোনো জায়গা থাকলে নিশ্চয়ই খেলানো হত রজত পতিদারকে। ইন্দোর ওর ঘরের মাঠ বলে যদি খেলাতে হয়, তাহলে সেই একই যুক্তিতে রাঁচিতে খেলা হলে ঈশান কিষণ অনুরোধ করবে ওকে খেলানোর জন্য।” ভারতীয় দল যে এই নীতিতে বিশ্বাস করে না, তা হাসিমুখেই পরিষ্কার করে দিয়েছেন রোহিত।