এমন পারফরমেন্সের পরও কি দ্বিতীয় ম্যাচে সুযোগ দেবে ম্যানেজমেন্টে? মুখ খুললেন ব্যাটিং কোচ!
টেস্ট খেলতে নামলে কেএল রাহুলের উইকেটটা সাজঘরে রেখেই নামে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেও সেটাই দেখা গিয়েছে। আর এক ওপেনার রোহিত শর্মা যেখানে শতরান করেছেন, সেখানে রাহুলের ব্যাট থেকে এসেছে মাত্র ২০ রান। অনেকেই চান, পরের ম্যাচে তাঁকে বাদ দিয়ে নেওয়া হোক শুভমন গিলকে।
আজ সাংবাদিক বৈঠকে এসেছিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। প্রশ্নটা তাঁকেই করা হয়েছিল। যথারীতি তিনি রাহুল সংক্রান্ত প্রশ্ন ধামাচাপা দিতে চাইলেন। বললেন-
“এই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে রাজি নই। রাহুল কিন্তু শেষ ১০টা টেস্টে দুটো শতরান করেছে। একটা ইংল্যান্ড, আর একটা দক্ষিণ আফ্রিকায়। দুটো অর্ধশতরানও রয়েছে। সেটাও মাথায় রাখতে হবে।”
এদিকে রাহুলের শেষ শতরানের পর এক বছরেরও বেশি কেটে গিয়েছে। সব ফরম্যাটেই তিনি যে ভাবে আউট হচ্ছে, অনেকেই মনে করছেন তাঁর আত্মবিশ্বাস তলানিতে। সেখানে কেন রানের পর রান পাওয়া শুভমনকে বসিয়ে রাখা হচ্ছে, সেই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। প্রথম ইনিংসে সেট হয়ে গিয়েও রাহুল উইকেট ছুড়ে দিয়েছেন। তার কোনও জবাব অবশ্য ছিল না রাঠোরের কাছে।