ছোট ফরম্যাটের বিশ্বকাপ শেষ সামনে আগামী বছর বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ’কে প্রথম একাদশ নিয়ে পরীক্ষানীরিক্ষা’র কাছে ব্যবহার করছে টিম ইন্ডিয়া। দলের সঙ্গে কিউইদের দেশে যাননি অধিনায়ক রোহিত শর্মা।
এছাড়া নেই বিরাট কোহলি, কে এল রাহুলদের মত সিনিয়র’রাও। তাঁদের অবর্তমানে তরুণ দল’কে নিয়ে সিরিজ জেতাই চ্যালেঞ্জ অস্থায়ী অধিনায়ক শিখর ধাওয়ানের। প্রথম ম্যাচে অবশ্য ঘটে গিয়েছে অঘটন। অকল্যান্ডের ইডেন পার্কে টম ল্যাথাম আর কেন উইলিয়ামসনের অনবদ্য জুটির সামনে দিশাহারা হয়ে পড়ে ভারতের অনভিজ্ঞ বোলার’রা। ভারত ম্যাচ হারে ৭ উইকেটে।
আজ হ্যামিল্টনে টিকে থাকার লড়াই তাদের। আজ হারলেই সিরিজ পকেটে পুরে ফেলবেন টিম সাউদী’রা। ঘরের মাঠে টানা ১৩ ম্যাচ অপরাজিত আছে নিউজিল্যান্ড, সেই রেকর্ড’কে আরও খানিকটা উন্নত করাই লক্ষ্য তাদের। অন্যদিনে সন্মানরক্ষার লড়াই জিততে মরিয়া ভারত’ও। হ্যামিলটনে বৃষ্টির সম্ভাবনা থাকায় গুরুত্বপূর্ণ টস। আজকেও টসভাগ্য গেলো কিউইদের পক্ষে।
সেদিন বাদ দিয়ে দেওয়া হলো সঞ্জু স্যামসন’কে? একাদশে আনা হয়েছে দীপক হুডা’কে। মিডল অর্ডারে যেখানে ৩৮ বলে ৩৬ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছিলেন সঞ্জু, সেখানে তাঁকে এক ম্যাচ পরেই ছেঁটে ফেলার সিদ্ধান্তের সাথে সহমত হতে পারছেন না কেউই। এর আগেও দীর্ঘদিন প্রথম এগারোর বাইরে ছিলেন তিনি। তখনও সঞ্জু’কে দেখতে চেয়ে সমাজমাধ্যম ভরিয়ে তুলেছিলেন ভক্তেরা।
অকল্যান্ডে এক ম্যাচে সুযোগ দিয়েই আবার দলের বাইরে পাঠানো হলো তাঁকে। ঋষভ পন্থ যেখানে ধারাবাহিক ব্যর্থ হয়েও টানা সুযোগ পেয়ে চলেছেন, সেখানে ব্যাট হাতে সাবলীল ক্রিকেট খেলেও বারবার বঞ্চনার শিকার কেনো কেরালা উইকেটরক্ষক? প্রশ্ন তুলে অধিনায়ক ধাওয়ান এবং কোচ লক্ষ্মণ’কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে উত্তেজিত ট্যুইটারজনতা।