“এখানে কিছু করার নেই, এই পরিস্থিতিতেই খেলতে হবে” বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং করতে কিসের সমস্যা হচ্ছিল ভারতের? জানালেন শ্রেয়াস!
কিছুদিন আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জিতেছে ভারত। মীরপুরে চলছে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশকে ২২৭ রানে আটকে রাখতে পেরেছেন ভারতীয় বোলাররা। কিন্তু ব্যাট করতে নেমে ভারতও যে বেশ বড় রান করেছে, তা একেবারেই বলা যাবে না। ৩১৪ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। মাএ ৮৭ রানের লিড পায় টিম ইন্ডিয়া।
সেদিন স্কোরবোর্ডে ভারতীয় ওপেননারা বেশি রান যোগ করতে পারেননি। চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি জুটিও তাড়াতাড়ি ভেঙে যায়। ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার। বিরাট কোহলি আউট হবার পর পঞ্চম উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন পন্ত-আইয়ার।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৫ বলে ৮৭ রান করেন শ্রেয়স। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে। নিশ্চিন্ত শতরান হাতছাড়া করেন তিনি। শাকিব আল হাসানের বলে এলবিডব্লু হয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। ক্রিজে ব্যাট করার সময় একাধিকবার বাংলাদেশি বোলারদের বাউন্সারের সম্মুখীন হচ্ছিলেন। তিনি যে অস্বস্তিতে পড়ছিলেন তা বোঝাই যাচ্ছিল।
শ্রেয়স বলেন- “বাংলাদেশের বোলারদের বাউন্সার ছুটে আসছিল আমার দিকে। বেশিরভাগ বল আমার মাথা লক্ষ্য করেই আসছিল। সেগুলো যথাসম্ভব বাঁচিয়ে ইনিংস খেলার চেষ্টা করেছি। অনেকেই অনেক কথা বলে থাকেন। তবে এটা ঠিক, ওরা ভালো বল করছিল। এমনকি ধারাভাষ্যকাররাও এই বিষয়ে আলোচনা করছিলেন। মাঠের বাইরে থাকা সহকারী খেলোয়াড়রাও এটাকে বড় সমস্যা বলে মেনে নিয়েছে। এখানে কিছু করার নেই। এই পরিস্থিতিকে সঙ্গে নিয়েই খেলতে হবে।”