২০২২-২৩ এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে শক্তিশালী দল অস্ট্রেলিয়া। এবার ভারতের বিরুদ্ধে ভারতের ঘরের মাঠে নামতে চলেছে তারা। এই সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর রাস্তা পরিষ্কার হয়ে যাবে রোহিতের ভারতীয় দলের। সেখানে জসপ্রীত বুমরাহ যে ভারতীয় দের অন্যতম প্রদান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু পিঠের সমস্যার জেরে সেই জসপ্রীত বুমরাই এখন ভারতীয় দলে অনিস্চিত হয়ে রয়েছেন। এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও নাকি খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। তাঁকে নিয়ে জল্পনা চললেও, অস্ট্রেলিয়া সিরিজের আগে জসপ্রীত বুমরাহকে নিয়ে খুব একটা স্বস্তিতে কিন্তু নেই ভারতীয় শিবির। সবকিছু ঠিকঠাক চললে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেও অনিশ্চিত জসপ্রীত বুমরাহ।
এখনও নাকি ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তাঁকে নিয়ে এই মুহূর্তে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। সেজন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও হয়ত জসপ্রীত বুমরাহকে ছাড়াই নামতে হতে পারে ভারতীয় দলকে। আর এই খবরটা যে ভারতীয় শিবিরের কাছে খুব একটা স্বস্তির নয় তা বলাই বাহুল্য।
বোর্ড সূত্রে ইনসাইডস্পোর্টকে জানানো হয়েছে- “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জসপ্রীত বুমরার ১০০ শতাংশ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম। আমরা যেই সিরিজেই খেলিনা কেন, একটা জিনিস স্পষ্ট, তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না আমরা। তাঁর চোট রয়েছে এবং রিহ্যাব একটা দীর্ঘ পন্থা। এই মুহর্তে ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং কতদিন তাঁর সেরকে উঠতে লাগবে তা এখনও স্পষ্ট নয়। আরও একমাস তাঁর সেরে ওঠার জন্য লাগতেই পারে।”