সদ্য সমাপ্ত তিন ম্যাচের বৃষ্টি বিঘ্নিত টি-২০ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলেও পরবর্তী ওয়ান ডে সিরিজের শুরুতেই ধাক্কা খেতে হয়েছে ভারতকে। অকল্যান্ডর প্রথম ওয়ান ডে ম্যাচে বড় রানের ইনিংস গড়েও হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এবার হ্যামিল্টনে সিরিজ বাঁচানোর লড়াই শিখর ধাওয়ানদের।
সেডন পার্কে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হারলেই সিরিজ খোয়াবে ভারত। সেদিক থেকে টিম ইন্ডিয়ার কাছে এটি ডু-অর-ডাই লড়াই। সেদিন ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও টস জিতল নিউজিল্যান্ড এবং টস জিতে কেন উইলিয়ামসন ফের ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। অর্থাৎ, হ্যামিল্টনেও রান তাড়া করবে নিউজিল্যান্ড।
তবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শার্দুল ঠাকুরকে বসিয়ে দীপক চাহারকে মাঠে নামায় ভারত। দীপক হুডা সুযোগ পান সঞ্জু স্যামসনের জায়গায়। এখন প্রশ্ন হলো কেন একটি ম্যাচে সুযোগ দিয়ে বাইরের রাস্তায় তারা? এদিকে নিউজিল্যান্ড এই ম্যাচে অ্যাডাম মিলিনের বদলে মাঠে নামায় মাইকেল ব্রেসওয়েলকে।
ভারতের প্রথম একাদশে আছেন- শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শুভমন গিল, ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, উমরান মালিক, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।