গত শনিবার বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন। কোহলির এমন বার্তায় ক্রিকেটবিশ্বে তোলপাড়! তাঁর সেই ইনস্টাগ্রাম পোস্ট দেখে জল্পনা শুরু হয়েছে। এটা কি বিরাট কোহলির অবসরের ইঙ্গিত? তিনিও কি পূর্বসূরী মহেন্দ্রে সিং ধোনির মতো সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে অবসরের রাস্তা বেছে নেবেন?
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কোহলির সেই পোস্ট ভাইরাল হয়েছে। নানারকম মন্তব্যে ভক্তরা তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। বিরাট কোহলি কী এমন করেছেন, যে ভক্তরা তাঁকে নিয়ে এত উদ্বিগ্ন? শনিবার কোহলি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচে নিজের একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
কোহলি তাঁর পোস্টে লিখেছেন- “২৩শে অক্টোবর ২০২২ তারিখটা সবসময়ই আমার হৃদয়ে বিশেষভাবে থাকবে। ক্রিকেট খেলায় এর আগে কখনও এই রকম শক্তি অনুভব করিনি। এক অপূর্ব আশীর্বাদপূর্ণ সন্ধ্যা ছিল।’ কোহলির এই পোস্টের পরে, ভক্তরা মনে করতে থাকেন যে,
কোহলি হয়তো তাঁর অবসর ঘোষণা করার জন্য এমএস ধোনির পথ বেছে নিচ্ছেন। তারপরি সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য চোখে পড়েছে। একজন ভক্ত লিখেছেন, ‘প্রথমে আমার মনে হয়েছিল ভয়ঙ্কর খবর আসতে চলেছে।’ একজন আবার লিখেছেন, ‘এইরকম ছবি সকালবেলা দেখলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘ভাই এইরকম ছবি পোস্ট করে এসব কথাবাত্রা লেখো না। হার্টবিট বেড়ে যায়।’